• হোম > জাতীয় > দাদির মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী

দাদির মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৩:৩৫
  • ৪৩৫

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন। তার দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সফর করছেন তিনি। সরকারপ্রধানের সফর কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সুযোগ পেলেই আপন ঠিকানায় ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান তিনি।

মঙ্গলবার (৩১ মে) দাদির ৪৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাতসহ বেশকিছু কর্মসূচিতে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

জোহর নামাজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন।

সরকারপ্রধানের আগমন উপলক্ষ্যে সব প্রস্তুতি শেষ করার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118978 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 12:56:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group