• হোম > ঢাকা > রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৬:৪৪
  • ৩৯৯

প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইল মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী (চালক) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম মো. শহিদুল ইসলাম মন্ডল (৪৬)।

তিনি বর্তমানে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ শাখা-১ এ কর্মরত ছিলেন। এর আগে তিনি হাইওয়ে পুলিশ গাজীপুরে ছিলেন। শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামের আব্দুল করিম মন্ডলের পুত্র।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চুমিয়া সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি’র রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে কাকরাইল মোড় মসজিদের সামনে শাহ সিমেন্টের একটি কার্ভাড ভ্যান শহিদুল ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার পর শাহ সিমেন্টের কার্ভাড ভ্যানটি পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118993 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 08:16:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group