• হোম > জাতীয় > ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৯:৪৪
  • ৩৭৪

ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরেছেন।

মঙ্গলবার (৩১ মে) বিকেল ৪টা ৯ মিনিটে তিনি সফরসঙ্গীদের নিয়ে টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। এর আগে একই দিন বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেন।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকা থেকে জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টা ১৭ মিনিটে দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

এদিকে একই দিন বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসেরসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119012 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:17:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group