• হোম > আন্তর্জাতিক > বিশ্বের সবচেয়ে বড় কেক বানালেন ফ্রঁসিস কুইন

বিশ্বের সবচেয়ে বড় কেক বানালেন ফ্রঁসিস কুইন

  • বুধবার, ১ জুন ২০২২, ০৯:৪৫
  • ৩৯৬

 বিশ্বের সবচেয়ে বড় কেক বানালেন ফ্রঁসিস কুইন

বিশ্বের সবচেয়ে বড় জাফা কেক তৈরি করেছেন গ্রেট বৃটেন বেক অফ বিজয়ী ফ্রঁসেস কুইন। তার তৈরি করা কেকের ওজন ৮০ কেজি। চওড়া প্রায় দুই মিটার। বৃটেনস গট ট্যালেন্ট প্রোগ্রামের ১৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তিনি এই কেক বানিয়েছেন। কেক উপস্থাপনকালে তার সঙ্গে ছিলেন ম্যাকভিটি। তাকে সঙ্গে নিয়ে এই কেক তৈরি করেছেন ফ্রঁসেস কুইন। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। ফ্রঁসেস কুইন বলেন, ৫ বছর আগে আমি যে রেকর্ড গড়েছিলাম তা ভঙ্গ করতে ম্যাকভিটির মতো অংশীদারকে পাশে পেয়েছি। এ জন্য আমি ভীষণ সন্তুষ্ট। এমন একটি আইকনিক কেক দিয়ে বৃটেনস গট ট্যালেন্ট ইভেন্টের ১৫তম বার্ষিকী উদযাপন করা এক বড় আনন্দের।

আমি আশা করি দর্শকরা এই ইভেন্টের সেমিফাইনালের সরাসরি সম্প্রচারে প্রতিযোগীদের প্রতিযোগিতা উপভোগ করবেন। ২০১৩ সালে গ্রেট বৃটিশ বেক অফ-এর চতুর্থ সিরিজ বিজয়ী হন ফ্রঁসেস কুইন। ২০১৭ সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন তা তিনিই ভঙ্গ করেন।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119016 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 03:54:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group