• হোম > জাতীয় > একনেক বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী, ৯ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী, ৯ প্রকল্পের অনুমোদন

  • বুধবার, ১ জুন ২০২২, ১৬:২২
  • ৩৭২

সংগৃহীত ছবি

দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রায় দুই হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রীকে আমরা একনেক সভায় সরাসরি পেয়েছি। এটা স্বস্তির বিষয়। কোভিডের সব শঙ্কা ভুলে গেছি, এটাই তার প্রমাণ। এর আগে আমাদের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন।”

২০২০ সালের মার্চে দেশে করোনা ভাইরাস শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119039 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 09:47:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group