• হোম > জাতীয় > প্যাকেট করে চাল বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী

প্যাকেট করে চাল বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী

  • বুধবার, ১ জুন ২০২২, ১৬:৪০
  • ৩৬৪

ফাইল ছবি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না। এজন্য শিগগিরই একটি আইন করা হবে।’

বুধবার (১ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে, তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না। এ সংক্রান্ত একটি আইন করার কাজ চলছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়। দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও ছাড় পাবেন না।’

‘আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের, সেটা দেখার দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

মন্ত্রী আরো বলেন, আমরা গত ১২ ঘণ্টায় অনেক কাজ করেছি, আরো কাজ করার সুযোগ দিন। কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

বাজার মনিটরিংসহ চালের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119042 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 12:26:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group