• হোম > বিনোদন > কেকের মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক

কেকের মৃত্যুতে বাংলাদেশি তারকাদের শোক

  • বুধবার, ১ জুন ২০২২, ১৮:৫৬
  • ৪৭৬

সংগৃহীত ছবি
কলকাতায় কনসার্টে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে মঙ্গলবার রাতে মারা যান কৃষ্ণকুমার কুন্নাথ (৫৩) ওরফে কেকে। এরপরই ভারতের পাশাপাশি শোক ছড়িয়ে পড়ে দেশি সঙ্গীতাঙ্গনে। তার মৃত্যুতে বাংলাদেশের তারকারও শোক প্রকাশ করেছেন।

ফেসবুকে সংগীতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা লিখেছেন, কিছুক্ষণ আগে কেকে মারা যাওয়ার ভয়ঙ্কর খবর শুনলাম। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার ৫০ বছর পূর্তি উদযাপনের আগের দিন প্রেস মিটে এই ছবিটি তোলা হয়েছিল, সামরিন ইসলামের আয়োজনে, যেখানে কেকে গেয়েছিলেন।

শোক জানিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘বিদায় কেকে। আপনার রাজকীয় গায়কীর প্রতি শ্রদ্ধা। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি শোকাহত।’

সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল লেখেন, ‘কেকে, আপনার আত্মার শান্তি কামনা করছি।’

চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি লেখেন, যাব আমরা সবাই। কিন্তু একজন শিল্পীর জন্য এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে। কেকে, আপনার যত্নভরা গান দিয়ে যেমন আমাদের কৈশোর কিংবা বর্তমানের রং পাল্টে দিয়ে গেছেন, তেমনই মায়ায়, আদরে থাকেন ওপারে। সৃষ্টিকর্তা সহায় হোন।

এদিকে বাংলাদেশের কয়েকজন তারকাশিল্পীদের নিয়ে মঙ্গলবার রাতে কেকে’কে শ্রদ্ধা জানিয়ে কৌশিক হোসেন তাপস।

সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙ্গেছে।’

সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ লিখেছেন, ‘আমরা আপনাকে অনেক মিস করবো। শান্তিতে বিশ্রাম নিন।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119054 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 11:42:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group