• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > করোনা: মৃত্যু নেই, ২২ জনের শনাক্ত

করোনা: মৃত্যু নেই, ২২ জনের শনাক্ত

  • বৃহস্পতিবার, ২ জুন ২০২২, ২০:০১
  • ৫১৪

প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময়ে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন দেশে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

সেই তুলনায় আজ করোনা শনাক্ত কমেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, ময়মনসিংহ বিভাগের দুজন, চট্টগ্রাম বিভাগের চারজন ও খুলনা বিভাগের তিনজন রয়েছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৮ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119085 ,   Print Date & Time: Wednesday, 10 December 2025, 09:22:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group