• হোম > জাতীয় > দুর্নীতিবাজদের সম্মান করলে দুর্নীতিবাজে ছেয়ে যাবে সমাজ : জি এম কাদের

দুর্নীতিবাজদের সম্মান করলে দুর্নীতিবাজে ছেয়ে যাবে সমাজ : জি এম কাদের

  • শুক্রবার, ৩ জুন ২০২২, ২২:৪৫
  • ৫৩৪

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে।’

শুক্রবার (০৩ জুন) বিকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের বিসিক মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উত্তরা কালচারাল সোসাইটির (ইউসিএস) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ। কণ্ঠশিল্পী খুরশীদ আলমের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য শেরিফা কাদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119103 ,   Print Date & Time: Thursday, 4 December 2025, 05:13:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group