• হোম > আওয়ামীলীগ | জাতীয় > যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

  • শুক্রবার, ৩ জুন ২০২২, ২৩:২৭
  • ৩৭৮

যানজটে পড়ে নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে একটি সমাবেশে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

যানজটে আটকে পড়ে নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে একটি সমাবেশে যোগ দিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২ জুন) বন্দর থানার ওসির (তদন্ত) মোটরসাইকেলের পেছনে বসে ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এ সমাবেশে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

মন্ত্রী বিমানযোগে বিকাল সোয়া ৫টায় চট্টগ্রামে পৌঁছান। এরপর তার জন্য নির্ধারিত গাড়িতে চড়ে জামালখানায় প্রেসক্লাবের উদ্দেশে রওয়ানা হন মন্ত্রী। কিন্তু বিমানবন্দর থেকে ইপিজেড এলাকায় পৌঁছে বন্দরকেন্দ্রিক যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী ও পুলিশ প্রটোকলের গাড়ি।

মাগরিবের সময় ঘনিয়ে আসায় সমাবেশে যোগ দেওয়ার তাগিদে মন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে পড়েন। তখন তিনি বন্দর থানার ওসির (তদন্ত) মোটরসাইকেলে চড়ে সমাবেশের উদ্দেশে যাত্রা করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক নারী ও দলীয় নেতৃবৃন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। তখন তাকে ঘিরে নেতৃবৃন্দের মুহূর্মুহূ স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মন্ত্রীকে স্বাগত জানান।

এরপরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। দীর্ঘপথ মোটসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেওয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।

সূত্রঃ বাসস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119113 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 10:07:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group