• হোম > ময়মনসিংহ > ময়মনসিংহে মাহিন্দ্রাকে ঠেলে ১ কিলোমিটার নিয়ে গেলো ট্রেন, বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে মাহিন্দ্রাকে ঠেলে ১ কিলোমিটার নিয়ে গেলো ট্রেন, বৃদ্ধের মৃত্যু

  • শুক্রবার, ৩ জুন ২০২২, ২৩:৩৩
  • ৬৫৮

সংগৃহীত ছবি

ময়মনসিংহ সদরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া মাহিন্দ্রাকে ঠেলে প্রায় ১ কিলোমিটার নিয়ে গেল ট্রেন। এতে সিদ্দিকুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের চর নিলক্ষিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকার মুসল্লিদের একটি দল দুটি মাহিন্দ্রা গাড়িতে করে জামালপুর শৈলীকান্দার এক পীরের বাড়িতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। সদর উপজেলার বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিংয়ে যেতেই মাহিন্দ্রা গাড়িটি রেললাইনে আটকে যায়। তখন ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস আসতে দেখে সব যাত্রী নেমে যান। কিন্তু সিদ্দিকুর রহমান নামতে পারেননি। মাহিন্দ্রা গাড়িটিকে ট্রেন ধাক্কা দিয়ে প্রায় ১ কিলোমিটার নিয়ে যায়। ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান মারা যান।

কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক সংবাদমাধ্যমকে বলেন, সকালের দিকে বিদ্যাগঞ্জ চৌহানিয়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাহিন্দ্রার এক যাত্রী মারা গেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119116 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 12:38:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group