• হোম > জাতীয় | শিক্ষাঙ্গন > শেষ হলো ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

শেষ হলো ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

  • শনিবার, ৪ জুন ২০২২, ১২:৫৭
  • ৪০৬

শেষ হলো ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ১১ টা থেকে শুরু হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ঢাকা ও ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। এ বছর এই ইউনিটটিতে আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘সারাদেশে সব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো অনিয়মের খোঁজ পাওয়া যায়নি।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119128 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 06:31:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group