• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > সপ্তাহে ১ কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

সপ্তাহে ১ কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

  • শনিবার, ৪ জুন ২০২২, ১৪:০১
  • ২৩৮৩

সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা দেশের জনগণকে আরও ভাল রাখতে চাই।

সারাদেশের ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

টিকা গ্রহণকারীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ৪ থেকে থেকে ১০ জুন সারাদেশে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119134 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 03:30:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group