• হোম > সিলেট | সৃষ্টিশীল ব্যক্তিত্ব > মাইক্রোসফটে প্রকৌশলী পদে যোগ দিচ্ছেন সিলেটের আরাফ

মাইক্রোসফটে প্রকৌশলী পদে যোগ দিচ্ছেন সিলেটের আরাফ

  • শনিবার, ৪ জুন ২০২২, ১৯:৩৭
  • ৩৭২১

সংগৃহীত ছবি
মাইক্রোসফটে প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন সিলেটের আরাফ আল জামি। তিনি বর্তমানে থাইল্যান্ডের একটি কোম্পানিতে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন।

মাইক্রোসফটে কাজ করার সুযোগ পাওয়ায় আজ শনিবার আরাফকে শুভেচ্ছা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। আরাফ এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ২০১৪ (ফল) বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরাফ আল জামির গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সুলতানপুরে। তার বাবা কায়েস আহমেদ সিলেটের জালালাবাদ গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা জেসমিন সুলতানা বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরেই তারা সিলেট নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা।

আরাফ আল জামি গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার নিয়োগের চুক্তিপত্র তার হাতে পৌঁছেছে। শিগগিরই মাইক্রোসফটের আয়ারল্যান্ড কার্যালয়ে যোগ দেবেন। গত মার্চ মাসের শেষ সপ্তাহে মাইক্রোসফটের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পেয়ে অনলাইনে আবেদন করেন। এরপর অনলাইনে লিখিত পরীক্ষা হয়। এতে উত্তীর্ণ হলে ৭ এপ্রিল তিন পর্বে নেওয়া হয় মৌখিক পরীক্ষা।

গত ২৯ এপ্রিল মাইক্রোসফটের প্রকৌশলী পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন বলে জানান আরাফ। তিনি বলেন, ভিসাসহ যাবতীয় কাজ গুছিয়ে দ্রুতই কাজে যোগ দেবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119166 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 08:27:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group