• হোম > জাতীয় > সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

  • রবিবার, ৫ জুন ২০২২, ১১:২৩
  • ৪৯৭

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে। দগ্ধ ও আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের ওই কন্টেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় রাতে সাড়ে ৩টার দিকে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা থেকে অগ্নি নির্বাপণ গাড়ি পাঠাতে অনুরোধ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিছুর রহমান রবিবার সকালে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বারবার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ছে।

কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন

বিস্ফোরণের পর ধোঁয়ার পাশাপাশি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল পর্যন্ত ১৭ জনের মরদেহ মর্গে এসেছে।

তাদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মী বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার। নিহত ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে মনিরুজ্জামান নামের একজনকে শনাক্ত করা গেছে।

ফায়ার সার্ভিসের দগ্ধ ও আহত ১৫ জন কর্মীকে চট্টগ্রাম সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও দুজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন উপসহকারী পরিচালক শাহজাহান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119190 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 03:59:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group