• হোম > জাতীয় > মিরপুরে বিভিন্ন গার্মেন্টসে হামলা-ভাংচুর, নিরব ভূমিকায় প্রশাসন

মিরপুরে বিভিন্ন গার্মেন্টসে হামলা-ভাংচুর, নিরব ভূমিকায় প্রশাসন

  • রবিবার, ৫ জুন ২০২২, ১৩:৪৩
  • ৫১৬

মিরপুরে পোষাক শ্রমিকরা আন্দোলন করছে
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও ভাংচুর করেছে শ্রমিকরা। রোববার (০৫ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর পর্যন্ত এ হামলা ভাংচুর চালায় তারা।

এ সময় মিরপুর-৭ নম্বরের সাসকে গ্রুপের জুলফিকার ফ্যাশন লিমিটেড, এক্সপো ড্রেস লিমিটেড, বঙ্গ গার্মেন্টস লিমিটেড, এ প্লাস লিমিটেড, ডাট গ্রুপ, ভ্যানটেক্স লিমিটেড, ইভেন্স গ্রুপসহ মিরপুর-১০, ১১, ১২, ১৩, ১৪, পূরবী ও রুপনগরের বিভিন্ন কারখানায় প্রচন্ড হামলা-ভাংচুর চালায় শ্রমিকরা।

মিরপুর চলন্তিকা মোড়ে অবস্থিত রিওফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানা থেকে পোষাক বের করে রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করে এবং হামলা-ভাংচুর চালায়।

গার্মেন্টসের এক কর্মী বলেন, চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

মিরপুরে পোষাক শ্রমিকরা আন্দোলন করছে

সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দিপু বলেন, বহিরাগত কিছু লোক শ্রমিকদের হয়রানি করছে, উস্কানি দিচ্ছে এবং শ্রমিকদের সাথে নিয়ে হামলা ভাংচুর করছে।  কিছু কিছু লোক জয়বাংলা স্লোগান দিয়ে ভাংচুর করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আমি আমি রুপনগর থানার ওসিকে দুইবার ফোন দেয়া হয়েছে কিন্তু তিনি জানেনই না যে মিরপুরে পোষাক শ্রমিকরা আন্দোলন  করছে।

মিরপুরের বিভিন্ন জায়গায় শ্রমিকরা আন্দোলন করছে অথচ তিনি এ ঘটনা জানেন না! একজন গুরুত্বপূর্ণ পদে থাকা সরকারি কর্মকর্তার এ বক্তব্য আমাকে হতাশ করেছে। আমি তাকে ফোর্স পাঠাতে অনুরোধ করলেও কোন ফোর্স তিনি পাঠাননি।

তিনি আরো বলেন, আমরা শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে দেয়ার পরেও কাদের ইন্দনে এসব হচ্ছে? বিষয়টি ক্ষতিয়ে দেখতে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিজিএমই থেকে জানানো হয়েছে শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নিবেন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119205 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:00:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group