• হোম > ক্রিকেট | খেলা > আশরাফুলের তাণ্ডব-কাউন্টিতে

আশরাফুলের তাণ্ডব-কাউন্টিতে

  • রবিবার, ৫ জুন ২০২২, ১৬:৪১
  • ৩৯১

সংগ্রহীতইংল্যান্ডে মাইনর কাউন্টি ক্রিকেট লিগে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লালিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করছেন তিনি। শনিবার কোয়ার্নডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই বাংলাদেশী ব্যাটসম্যান। অসাধারণ ইনিংসের পর বল হাতেও দুর্দান্ত ছিলে আশরাফুল। তার অলরাউন্ডারিং পারফরম্যান্সে দলও জিতেছে ১৪৩ রানের বিশাল ব্যবধানে।

শুরুতে ব্যাট করতে নামে লুলিংটন। দলের হয়ে ইনিংস ওপেন করতে নামেন মোহাম্মদ আশরাফুল ও পল ডওসন। ডওসন ২ রানে বিদায় নিলেও হাল ধরে ছিলেন অ্যাশ। অন্যপ্রান্তে একের পর এক চলেছে উইকেটের মিছিল। লুলিংটনের পাঁচ ব্যাটারই আউট হন শূন্য রানে।

দলের অন্য ব্যাটারদের এমন বিপর্যয়ের দিনে ৪৬ বলে হাফসেঞ্চুরি করার পর ৮৪ বলে সেঞ্চুরি করেন আশরাফুল। ১৮২ রানের ইনিংসে শুধু চারের মারেই নেন ১২৮ রান। ছক্কা হাঁকান দুটি। এমন একটা ইনিংস খেলার পর সেটি নিজের ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

আশরাফুলের তাণ্ডবের দিনে রায়ান ওইয়ার ৪৭ ও জেমন হুস্টন ১৪ রান করেন। ফলে ৮ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ২৬৮ রান।

জবাব দিতে নেমে কোয়ার্ডনের হয়ে একজন ব্যাটারও হাফসেঞ্চুরি করতে পারেননি। বিপর্যয়ের দিনে ১২৫ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪২ রান করেন আতিক বাটি। লোম্বার্ড ২৩ ও জোনাথন অ্যাক্টন ২১ রান করেন। আশরাফুল ৬ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন আশরাফুল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119215 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 01:16:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group