• হোম > বিনোদন > মাহিয়া মাহি ‘বুবুজান’-এ ফিরলেন

মাহিয়া মাহি ‘বুবুজান’-এ ফিরলেন

  • সোমবার, ৬ জুন ২০২২, ১০:৫৩
  • ৩৯৪

 সংগ্রহীত

গত রোজায় সর্বশেষ ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুই মাসের বেশি সময় পর আবারও সিনেমায় ফিরলেন তিনি।

অভিনয় করলেন শামীম আহমেদ ‌রনী পরিচালিত ‌‘বুবুজান’ ছবিতে। এর কাজ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

সম্পাদনার আগে তাই আবারও ডাক পড়লো নায়িকার।

মাহিয়া মাহি বললেন, ‘এই সিনেমার কিছু কাজ বাকি ছিল, সেটাই শেষ করছি। এখন থেকে বছরে ২-১টা সিনেমার কাজ করবো। নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হলে সবকিছু বলতে পারবো।’

এ চলচ্চিত্রে তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রনী।

মাহি ‘বুবুজান’ ছাড়াও কাজ করছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমায়। এখানে তার সহকর্মী ডিএ তায়েব। এই ছবিটিরও কিছু দৃশ্যধারণ বাকি আছে।

অন্যদিকে, এই চিত্রনায়িকা ব্যস্ত তার সংসার ও রেস্তোরাঁ নিয়ে। গাজীপুর চৌরাস্তায় দিয়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠান ফারিশতা। গত রোজায় ইফতারি আয়োজন দিয়ে সেখানকার কার্যক্রম শুরু হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119245 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 04:34:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group