• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > ইলন মাস্কের জন্য অপেক্ষার দিন শেষ : টুইটার

ইলন মাস্কের জন্য অপেক্ষার দিন শেষ : টুইটার

  • সোমবার, ৬ জুন ২০২২, ১৪:১৩
  • ৪৬১

ইলন মাস্ক

ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া ছিল সেটা পার হয়ে গিয়েছে। এইচএসআর অ্যাক্ট অনুযায়ী আজ শুক্রবার ছিল শেষ দিন। চুক্তির হিসেব অনুযায়ী এখন তা বন্ধের পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে টুইটারের স্টকধারীদের অনুমোদন ও নীতি নির্ধারকদের অনুমোদনের সময়সীমাও। এমনটাই জানিয়েছে টুইটার।

এইচএসআর অ্যাক্ট বা হার্ট-স্কট-রোডিনো অ্যান্টিট্রাস্ট ইম্প্রুভমেন্টর অ্যাক্ট অনুযায়ী, সবাইকে বড় কোনও লেনদেনের ক্ষেত্রে ফেডারেল ট্রেড কমিশন এবং ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্টিট্রাস্ট ডিভিশনের রিভিউ-এর জন্য রিপোর্ট পেশ করতে হয়। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

কিন্তু টুইটার কেনার প্রক্রিয়া চলাকালীন সময় গত মাসে ভুয়া অ্যাকাউন্টের অজুহাতে কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেন মাস্ক। যদিও মাস্ক টুইটার কেনার জন্য ৩৩.৫ বিলিয়ন ডলার ইকুইটি ফিন্যান্সিং এবং ১৩ বিলিয়ন ডলার ধার করার প্রস্তুতি নিয়েছিলেন। এদিকে প্রিমার্কেট ট্রেডিং এ টুইটারের শেয়ার দুই শতাংশ বেড়ে ৪০.৬২ ডলার হয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119269 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 05:11:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group