• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

  • সোমবার, ৬ জুন ২০২২, ১৪:২০
  • ৩৭৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বাংলাদেশকে প্রতিনিয়ত আধুনিকতার দিকে ধাবিত করছে। তারুণ্যনির্ভর এ সরকারের নেতৃত্বে বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে।

সোমবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমি তরুণদের কাজ দেখে অত্যন্ত উৎসাহ বোধ করি। তারা আমাদের সাহস দেয়। দেশ-বিদেশের অনেক খ্যাতিমান ব্যক্তি ব্লকচেইন অলিম্পিয়াডের সঙ্গে জড়িত।

তিনি বলেন, এরই মধ্যে আমরা আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। আপনারা যে গতিতে এগিয়ে যাচ্ছেন, তাতে সফলতা দ্রুত আসবে। সরকার আপনাদের সঙ্গে আছে।

প্রসঙ্গত, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এই বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’ নামে একটি নতুন বিভাগ চালু করেছে। দেশের বিভিন্ন পেশাজীবী এবং শিক্ষার্থীরা এ ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119273 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:07:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group