• হোম > জাতীয় > দেশের প্রতিটি বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

  • সোমবার, ৬ জুন ২০২২, ১৫:৪৩
  • ৪০৫

ফাইল ছবি
চিকিৎসায় আন্তর্জাতিক মান ও রোগীসেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব দিয়েছেন, রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিজ্ঞানে গবেষণায়।

জনগণের স্বাস্থ্যসেবায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে সরকার প্রধান জানিয়েছেন, দেশের প্রতিটি বিভাগে প্রতিষ্ঠা করা হবে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সোমবার (৬ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানসের (সিবিপিএস) সুবর্ণজয়ন্তী এবং সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের বলবো, দেশের মানুষ যাতে যথাযথ এবং বিশ্বমানের সেবা পায় সেটা নিশ্চিত করবেন। যদিও আমাদের জনসংখ্যা বেশি, রোগীর চাপ বেশি। বিদেশে একজন চিকিৎসক কয়েকজন রোগী দেখেন। আপনাদের অনেক রোগী দেখতে হয় তারপরও কেউ যাতে বঞ্চিত না হয়।”

গবেষণার বিষয়ে সরকারপ্রধান বলেন, “আমি সব সময় গবেষণায় গুরুত্ব দেই। চিকিৎসা বিজ্ঞানেও গবেষণা বাড়াতে হবে। গবেষণাটা একান্ত প্রয়োজন। এদিকে নজর দিতে হবে সবার। এক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমার পক্ষ থেকে পাবেন।”

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

স্বাধীন বিধ্বস্ত ভূখণ্ডে পা রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাস্থ্যসেবা নিশ্চিতে গড়ে তোলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস বিসিপিএস। সেই প্রতিষ্ঠান ৫০ বছর পেরিয়ে উদযাপন করছে সুবর্ণজয়ন্তী।

প্রতিষ্ঠানের নিজস্ব আঙিনায় সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা হয় বিসিপিএস সম্মানসূচক ফেলো। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119291 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:49:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group