• হোম > আওয়ামীলীগ > পদ্মা সেতু নিয়ে ফখরুলের বক্তব্য বছরের সেরা আবিষ্কার: ওবায়দুল কাদের

পদ্মা সেতু নিয়ে ফখরুলের বক্তব্য বছরের সেরা আবিষ্কার: ওবায়দুল কাদের

  • সোমবার, ৬ জুন ২০২২, ১৬:১৯
  • ৫০৪

ফাইল ছবি

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে বছরের সেরা আবিষ্কার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ জুন) সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা ইদানিং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ। বিএনপি নেতারা হয়তো কয়েক দিন পরে বলবেন পদ্মাসেতু জিয়াউর রহমানের স্বপ্ন।

তিনি বলেন, মিথ্যাচার বিএনপির ধর্ম, এটা সবাই জানে। তবে দিনে-দুপুরে মিথ্যাচারের একটি নতুন রেকর্ড। কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন (খালেদা জিয়া)? নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।

কাদের বলেন, শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এই সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, যা এখনও সংগৃহীত আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119308 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 10:44:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group