• হোম > স্বাস্থ্যকথা > বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ, আরও ২০ জন আক্রান্ত

বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ, আরও ২০ জন আক্রান্ত

  • সোমবার, ৬ জুন ২০২২, ১৮:৫১
  • ৪৩৫

ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার (৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ৮০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন। অন্যদিকে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন।নতুন আক্রান্তদের মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন একজন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৬ জন। তবে এ বছর ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119316 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 07:53:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group