• হোম > আন্তর্জাতিক > অনাস্থা ভোটে জিতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অনাস্থা ভোটে জিতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১০:১৬
  • ৩৫৮

সংগ্রহীত

ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী এক বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকছেন তিনি।

সোমবার (৬ জুন) বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন কি না, সে বিষয়ে ভোট দেন তার দল কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, অনাস্থা ভোটে বরিস জনসনের পক্ষে ২১১ ভোট এবং বিপক্ষে ১৪৮ ভোট পড়ে।

তবে এতে সন্তুষ্ট নন তার দলের অনেক সদস্যই। তাদের দাবি ১৪৮টি ভোট বরিসের বিপক্ষে পরায় পার্লামেন্টের একটি বড় অংশ তার বিরুদ্ধে। তাই আবারও ওঠে পদত্যাগের জোড়ালো দাবি।

করোনা মহামারির করোনাভাইরাসের বিধিনিষিধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কাণ্ডজ্ঞানহীন ওই কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সেই ঘটনা পিছু ছাড়েনি বরিসের। এজন্য সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়ে বরিসের নেতৃত্ব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119343 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:45:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group