• হোম > খেলা > সিরিজ জয় আফগানিস্তানের

সিরিজ জয় আফগানিস্তানের

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১০:৪০
  • ৪১১

সংগ্রহীত

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো আফগানিস্তান। এবার শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পালা।

ওপেনার ইবরাহিম জাদরানের ১২১ রানের অনবদ্য ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় আফগানিস্তান।

সোমবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২২৮ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার ইননোসেন্ট কাই। এছাড়া ৬১ বলে অপরাজিত ৫১ রান করেন রায়ান বুল। ৪০ রান করেন সিকান্দার রাজা। টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। এরপর রহমতশাহকে সঙ্গে নিয়ে ১৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ইবরাহিম। দলের জয়ে শেষ দিকে প্রয়োজন ছিলো মাত্র ১৭ রান। খেলার এমন অবস্থায় সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৮৮ রানে আউট হন রহমতশাহ।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার ইবরাহিম জাদরান।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২২৮/১০ রান (ইনোসেন্ট কাই ৬৩, রায়ান বুল ৫১*, সিকান্দার রাজা ৪০;ফরিদ আহমেদ ৩/৫৬)।

আফগানিস্তান: ৪৪.৩ ওভারে ২২৯/২ (ইবরাহিম জাদরান ১২০*, রহমত শাহ ৮৮)।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119353 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 10:48:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group