• হোম > খেলা > বাংলাদেশ ক্রিকেট তামিম মিথ্যা কথা বলেছে: পাপন

বাংলাদেশ ক্রিকেট তামিম মিথ্যা কথা বলেছে: পাপন

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১১:০২
  • ৪১১

সংগ্রহীত

কয়েকদিন আগেই তামিম ইকবাল দাবি করেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে টি-টোয়েন্টিতে পুনরায় ফেরার ব্যাপারে তাকে কিছুই জিগ্যেস করা হয়নি। তার কোনো মতামতই নেয়া হয়নি। দেশ সেরা এই ওপেনারের বক্তব্যকে ‘মিথ্যা’ বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

চার-পাঁচ মাস আগে দফায় দফায় বৈঠক করে টি-টোয়েন্টিতে তামিমকে ফেরানোর চেষ্টা করেছিল বিসিবি। তবে চেষ্টা করেও ফেরানো যায়নি বাঁহাতি এই ওপেনারকে। বরং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন টি-টোয়েন্টি থেকে আরও ৬ মাসের বিরতির কথা জানিয়েছিলেন তামিম।

বিরতি নেয়ার সময় তামিম নিশ্চিত করেছিলেন ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাববেন না। সেই সঙ্গে নিজের ভাবনার কথাও বিসিবিকে জানিয়েছিলেন তিনি। অথচ সেই ঘোষণার ৪ মাস পর এসে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দাবি করেন, টি-টোয়েন্টি নিয়ে পরিকল্পনা জানানোর সুযোগই দেয়া হয় না তাকে। এই বক্তব্যকে ভিত্তিহীন বলছেন পাপন।

 পাপন বলেন  ’এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে! অনেকবার অনুরোধের পরও সে আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না।’

‘আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাব। আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে।’

মাত্র একদিন আগেই তামিম দাবি করেছিলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি,আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।’

তামিম সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সামনে উঁকি দিচ্ছে আরও একটি বিশ্বকাপ।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে অবশ্য শ্রীলঙ্কা হবে এশিয়া কাপ। বিশ্বকাপের বছরে হওয়ায় এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানে তামিমকে পাওয়া যাবে কিনা সেটি নিয়েই বারবার প্রশ্ন উঠছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119357 ,   Print Date & Time: Thursday, 22 January 2026, 06:41:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group