• হোম > খেলা > জানুয়ারিতে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

জানুয়ারিতে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৩:২৯
  • ৪৯৯

প্রতীকী ছবি

২০২৩ সালের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে ৬ দল নিয়ে আয়োজিত হবে নতুন এক টি-টোয়েন্টি লিগ। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালিত নতুন লিগটির নাম হবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’ বা ‘আইএলটি২০’।

ছয়টি ফ্র্যাঞ্চাইজিকেই ২ মিলিয়ন ইউএস ডলারের প্লেয়ার ফি দেওয়া হবে, যা আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগগুলোর মধ্যে দ্বিতীয়-সেরা।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়রম্যান শেখ নাহায়ান মাবারক আল নাহায়ান বলেছেন, ‘অংশীদার হিসাবে এই ধরনের বিখ্যাত, অভিজ্ঞ নাম এবং প্রতিষ্ঠানগুলি সংযুক্ত আরব-আমিরাত টি-টোয়েন্টি লিগের জন্য একটি ভালো দিক।’
‘এই দীর্ঘ যাত্রা শুরু করার সাথে সাথে আমি আত্মবিশ্বাসী যে একসঙ্গে আমরা নতুন উচ্চতা অর্জন করব এবং এই খেলার মাধ্যমে বিশ্বের কোটি কোটি ভক্তদের বিনোদন এবং উত্তেজনা প্রদান করতে পারব।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119382 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 11:41:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group