• হোম > বিনোদন > মাহি যখন ‘ফুলবউ’

মাহি যখন ‘ফুলবউ’

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৪:৫০
  • ৩৭২

 মাহি যখন ‘ফুলবউ’

আসছে ঈদের জন্য বেশ ব্যস্ত সময় পার করছেন তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। এখন ঢাকার অদূরে মাওয়াতে অবস্থান করছেন তিনি। সেখানে নতুন একটি নাটকের শুটিং করছেন। নাটকের নাম ‘ফুলবউ’। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে মাহির বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাসার।

সামিরা খান মাহি বলেন, একেবারেই অন্যরকম গল্পের একটি নাটক। চরিত্রের কারণে আমার সাজসজ্জা, মেকআপ সব কিছুতেই ভিন্নতা আনা হয়েছে। ভিন্নধর্মী কাজ করতে আমার ভালো লাগে। এই চরিত্রটিও চ্যালেঞ্জিং। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

জানা গেছে, আসছে ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119400 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:58:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group