• হোম > খেলা > কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৫:৩১
  • ৩৬৮

 কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

২০০৬ সালের ফাইনালে উঠেছিল ফ্রান্স ও ইতালি। ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি। তবে ম্যাচে এক বিতর্কিত ঘটনা ঘটেছিল। ম্যাচের ১০৪ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার মাতেরাজ্জির কিছু বাজে মন্তব্য শুনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মাথা দিয়ে সজোরে মাতেরাজ্জির বুকে আঘাত করেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

জিদান আর মাতেরাজ্জির ওই ঘটনা নিয়ে ২০১৩ সালে একটি ভাস্কর্য নির্মাণ করেছিল কাতার। তবে সেই সময় ভাস্কর্যটি স্থাপনের পরই তড়িঘড়ি সেটি সরিয়ে ফেলা হয়। কাতারের প্রথাগত চিন্তাভাবনার মানুষ মূর্তিকে ভালো চোখে দেখেনি। জনগণের ক্ষোভের কারণে মাত্র ২১ দিনের মাথায় ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

কিন্তু ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে এখন সেই ভাস্কর্যটিকে পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কাতার জাদুঘরের চেয়ারপারসন আল-মায়াসা আল-থানি জিদানের ভাস্কর্য পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘সমাজে পরিবর্তন আসে। মানুষ শুরুতে অনেক কিছুরই সমালোচনা করে, কিছু সময় পরে সেটা বুঝতে পেরে তার সঙ্গে মানিয়ে নেয়। জিদান কাতারের একজন অসাধারণ বন্ধু। আরব বিশ্বের জন্য জিদান একজন রোলমডেল।’

২০১৩ সালে আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি ভাস্কর আদেল আবদেসসেমেদ এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন। ১৫ ফুটেরও বেশি উচ্চতার সে ভাস্কর্য কিনে নিয়েছিল কাতার জাদুঘর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119408 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 05:44:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group