• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে তুর্কি নাগরিক

মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে তুর্কি নাগরিক

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১৬:৫১
  • ৪০৭

ফাইল ছবি

মাঙ্কিপক্সের লক্ষণ থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছান। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্সের কিছু উপসর্গ দেখা গেছে। সেগুলো পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যাত্রীর হাতে, পায়ে এবং মাথায় মাঙ্কিপক্সের মতো কিছু ফুসকুড়ি দেখা গেছে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, একজন রোগীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। আইইডিসিআর এসে তাদের নমুনা নিয়ে গেছে। পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।

মাঙ্কিপক্স শনাক্ত হলে চিকিৎসা দিতে প্রস্ততি আছে কি না জানতে চাইলে ডা. মিজানুর রহমান বলেন, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে এ ধরনের বিশেষ রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এখানে ১০টি বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। এ ধরনের রোগী এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। তবে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে ঊর্ধ্বতনের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। আমরা এক্ষেত্রে প্রস্তুত আছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119425 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:26:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group