• হোম > আন্তর্জাতিক > জান্তা মোকাবিলায় এবার পুলিশ বাহিনী গঠন করছে ‘ছায়া সরকার’

জান্তা মোকাবিলায় এবার পুলিশ বাহিনী গঠন করছে ‘ছায়া সরকার’

  • বুধবার, ৮ জুন ২০২২, ১০:১৩
  • ৪৫১

 জান্তা মোকাবিলায় এবার পুলিশ বাহিনী গঠন করছে ‘ছায়া সরকার’

মিয়ানমারের জান্তা সরকার মোকাবিলায় এবার নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং জান্তা সরকারকে প্রতিরোধে অং সান সু চির রাজনৈতিক দল এনএলডির নির্বাসিত সংসদ সদস্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠন করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ছায়া সরকার বলেছে, মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ‘সন্ত্রাসী সামরিক কাউন্সিলের’ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই এই বাহিনীর উদ্দেশ্য।
অবশ্য কবে নাগাদ এবং কীভাবে এই পুলিশ বাহিনী গঠন করা হবে, তা এখনো পরিষ্কার করেনি এনইউজি। এর সদস্যসংখ্যা নিয়েও কিছু জানানো হয়নি ওই বিবৃতিতে।

গত বছর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করতে এনইউজির পক্ষ থেকে ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ বা পিডিএফ গঠনের ঘোষণা দেওয়া হয়। জান্তা সরকারের সেনারা উত্তরাঞ্চলে পিডিএফ সদস্যদের দমনে অভিযান চালিয়েছেন, অনেক স্থানে করেছেন অগ্নিসংযোগ। বেশ কিছু দেশ ছায়া সরকারকে সমর্থনও দিলেও মিয়ানমারের সামরিক বাহিনী তাদেরকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।

সূত্রঃ বিডিপ্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119432 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 01:24:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group