• হোম > খেলা > বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

  • বুধবার, ৮ জুন ২০২২, ১২:০২
  • ৩৭৯

 সংগ্রহীত

মাত্র ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ ফুটবল ট্রফি। সকাল পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চার্টার্ড বিমানে পৌঁছেছে বিশ্বকাপের

ফিফা বিশ্বকাপ মানেই উন্মাদনা। যেই উন্মাদনায় মাততে বিশ্বের কোটি কোটি মানুষ দীর্ঘ ৪ বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে। উন্মাদনার শুরুটা হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের মাধ্যমে। এবারো তার ব্যত্যয় ঘটেনি। কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে এরই মধ্যে বিশ্বকাপ ট্রফি বেরিয়ে পড়েছে বিশ্বভ্রমণে।

বিশ্বকাপের সোনালি ট্রফিটি ঢাকায় আনার পর বিমানবন্দর থেকে নেয়া হয়েছে হোটেল রেডিসনে। সেখান থেকে পরবর্তী কার্যক্রম শুরু হবে। শুধু বিশ্বকাপ ট্রফি একাই আসেনি বাংলাদেশে। ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু ও অফিসিয়াল পার্টনার কোকা-কোলার কয়েকজন কর্তাব্যক্তি।

কাতার বিশ্বকাপ সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু। ৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকা-কোলার উদ্যোগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে আসছে ট্রফিটি।

এর আগেও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন হয়েছিল। তবে ২০১৩ সালে যে ট্রফিটা এসেছিল সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। এবার এসেছে আসল ট্রফি।

ঢাকায় ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি। ৯ জুন বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফির আগমন নিয়ে হবে কনসার্ট। ঢাকা সফর শেষে বিশ্বকাপ ট্রফির পরবর্তী গন্তব্য পূর্ব তিমুর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119452 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 10:06:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group