• হোম > জীবনযাপন > আপনার মনোযোগ বলে দেবে ছবিতে কয়টি বাঘ

আপনার মনোযোগ বলে দেবে ছবিতে কয়টি বাঘ

  • বুধবার, ৮ জুন ২০২২, ১৬:২৬
  • ৪০৬

 সংগ্রহীত

আমাদের চারদিকে অপটিক্যাল ইলিউশন হয়ে থাকে। নিজেরাই সেগুলোর উত্তর খুঁজে বের করি আমরা। চোখ ও মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানানো যায় এ ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে।
আপনার মনোযোগ বলে দেবে ছবিতে কয়টি বাঘ

এমন অনেক কিছু আমরা দেখি যার আদতে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে অনেক ইলিউশন বেশ মজার, অনেকগুলোতে আবার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সম্প্রতি যেমন এ অপটিক্যাল ইলিউশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এ ইলিউশনটি। প্রতি সপ্তাহেই এগুলোর সৃষ্টিকারকরা নতুন নতুন অপটিক্যাল ইলিউশন নিয়ে আসেন। যা নিয়ে উন্মাদনাও প্রবল হয়।

বাঘের এ অপটিক্যাল ইলিউশন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রচারিত হচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীরা খুঁজে বেড়াচ্ছেন, এই ছবিতে লুকিয়ে থাকা আরেকটি বাঘকে। এর কারণ হল তারা বাঘের পিছনে লুকিয়ে থাকা আরেকটি বাঘকে দেখতে পাচ্ছেন না।

উত্তরটি আসলে বাঘের ডোরা কাটা দাগের মধ্যেই রয়েছে। বাঘের সামনের পা, শরীর এবং পিছনের পা মন দিয়ে দেখলে যে কেউ ‘দ্বিতীয় বাঘ’টি দেখতে পাবেন। লেজের দিকে ভালো করে দেখলেই চোখে পড়তে বাধ্য দ্বিতীয় বাঘটি।

অপটিক্যাল বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন খুবই জনপ্রিয় হয়েছে। প্রতি সপ্তাহেই এগুলোর সৃষ্টিকারকরা নতুন নতুন অপটিকাল ইলিউশন নিয়ে আসেন। যা নিয়ে উন্মাদনাও প্রবল হয়। যেমন বাঘের এই ছবিটি নিয়ে সম্প্রতি বেশ আগ্রহ বেড়েছে নেটিজেনদের।

সূত্র: এবিপি লাইভ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119473 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 07:39:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group