• হোম > ক্রিকেট | খেলা > টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ নতুন মুখ, নেই হোল্ডার

টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ নতুন মুখ, নেই হোল্ডার

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১১:০০
  • ৪২২

 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউসি)। ছুটি নেয়া টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলে নেই জেসন হোল্ডার। ইনজুরির কারণে দলে নেই কেমার রোচ। রাখা হয়নি শ্যানন গ্যাব্রিয়েলের মতো অভিজ্ঞ পেসারকেও। এদিকে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি এবং পেসার অ্যান্ডারসন ফিলিপ।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।

রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119493 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 08:14:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group