• হোম > জাতীয় > ওমান থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়েছে মুসাকে

ওমান থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়েছে মুসাকে

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১১:১৩
  • ৪৪৮

সংগ্রহীত

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের দল তাকে নিয়ে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সমন্বয়ে অনুষ্ঠানিকতা শেষে ভোরে ওমানের রাজধানী মাসকাটের সালালাহ বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বাংলাদেশ পুলিশের দলটি মুসাকে হেফাজতে নিয়ে এসকর্ট দিয়ে দেশে ফিরিয়ে এনেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119497 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:38:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group