• হোম > খুলনা | বাংলাদেশ > ঝিনাইদহে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১২:৪৯
  • ৪২৪

 ঝিনাইদহে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার চাঁদপুর এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপভ্যান চালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজীর ছেলে মোঃ বেলাল হোসেন ও তার সহকারী সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জ্বল।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম বোঝাই পিকআপ ভ্যানটি বরিশাল যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বেলাল ও উজ্জ্বল আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেকে মৃত ঘোষণা করেন।

সূত্রঃ নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119509 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 10:43:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group