• হোম > জাতীয় > প্রাক-বাজেট বৈঠক চলছে সংসদে

প্রাক-বাজেট বৈঠক চলছে সংসদে

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৩:৫৫
  • ৩৪৪

 সংগ্রহীত

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ উপলক্ষ্যে জাতীয় সংসদে প্রাক-বাজেট বৈঠক চলছে।

আজকের বাজেটে অর্থমন্ত্রী বৈশ্বিক টালমাটাল অবস্থায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখার কর্মকৌশলের ওপর গুরুত্বারোপ করবেন। রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি থাকলেও অর্থমন্ত্রী তুলে ধরবেন বিনিয়োগের উচ্চাশা, দেখাবেন কাজের সুযোগ তৈরির স্বপ্ন। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে সাড়ে ৫ শতাংশের ঘরে ধরে রাখতে চায় সরকার।

২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যার অনুন্নয়ন খাতেই ব্যয় হবে দুই তৃতীয়াংশ। আর উন্নয়ন খাতে বরাদ্দ প্রস্তাব ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। গুরুত্ব পাবে কৃষি, পরিবহন ও যোগাযোগ খাত। বাজেটে ঘাটতি থেকে যাবে ২ লাখ ৪১ হাজার কোটি টাকা। বিশাল ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে বিদেশি উৎস থেকে ঋণ নেবার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। আর ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়া হতে পারে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। রাজস্ব আয় হবে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। বিকেল তিনটায় বাজেট বক্তৃতা শুরু করবেন তিনি।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার আগে সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভায় বিশেষ প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হবে। এরপর অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119518 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 08:59:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group