• হোম > আন্তর্জাতিক > মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা সহস্রাধিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা সহস্রাধিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৪:০৯
  • ৩৯৭

 মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা সহস্রাধিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সে আক্রান্ত মহামারির বাইরের দেশগুলোও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে বুধবার সতর্কতা জারি করে বলেছে, এই রোগ ছড়ানো দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসঙ্ঘের এই সংস্থা এখনো মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণটিকা দেয়ার সুপারিশ করেনি এবং এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অ-স্থানীয় (আফ্রিকার বাইরে নতুন করে সংক্রমিত দেশগুলো) দেশগুলোতে মাঙ্কিপক্স এখন বাস্তব ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।’

জুনোটিক (প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত রোগ) রোগটি আফ্রিকার নয়টি দেশের মানুষের মধ্যে স্থানীয় মহামারি হিসেবে রয়েছে। তবে গত মাসে নতুন করে অনেকগুলো দেশে বেশির ভাগ ইউরোপের দেশে রোগটি ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে রোগটি বেশি ছড়ায়।

টেড্রোস বলেন, ‘২৯টি দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাঙ্কিপক্সে এক হাজারের বেশি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো দেশ থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু পুরুষদের মধ্যে নয়, যারা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করে তাদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যায়।’

‘অনেক দেশ অন্যদের মধ্যে সংক্রমণের রিপোর্ট করেছে, এদের মধ্যে কিছু নারীও রয়েছেন।’

সূত্রঃ নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119522 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 03:36:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group