• হোম > আওয়ামীলীগ | জাতীয় > ২০২২-২৩ অর্থবছরের বাজেট ‘গরিবের বাজেট’ : ওবায়দুল কাদের

২০২২-২৩ অর্থবছরের বাজেট ‘গরিবের বাজেট’ : ওবায়দুল কাদের

  • বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ১৯:২৭
  • ৩৯৬

সংগ্রহীত ছবি

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট। করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বাজেট।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এ বাজেটে নিশ্চয়তা আছে। সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে। এ খাতে আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এবারের বাজেটের আকার যেমন বড়, তেমনি এ বাজেটে ঘাটতিও ধরা হয়েছে বড়।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119559 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 01:42:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group