• হোম > আন্তর্জাতিক > রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে

রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে

  • শনিবার, ১১ জুন ২০২২, ০৯:২৭
  • ৫১৪

 সংগ্রহীত

রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সেতুটি গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়। এর ফলে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সঙ্গে চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াংয়ের সীমান্ত শহর হেইহে সংযুক্ত হল।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়েছে। যদিও দুই বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও করোনার কারণে এতদিন সেতুটির উদ্বোধন করা হয়নি। শুক্রবার ব্লাগোভেসচেনস্কতে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসময় প্রথম ট্রাককে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানানো হয়।

সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে। শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্থানে থাকলেও সম্প্রতি মস্কো ও বেইজিং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পাল্টা ভারসাম্য সৃষ্টির প্রচেষ্টা হিসাবে এই সহযোগিতাকে বিবেচনা করে থাকে।

প্রসঙ্গত, রাশিয়া ও চীনের চার হাজার ২৫৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৮০ দশকের শেষ দিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার দেশ দুটির বাণিজ্য বেড়েছে। তবে পরিবহণ অবকাঠামোর ঘাটতির কারণে বাণিজ্য বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। সূত্র : গ্লোবাল টাইমস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119565 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:24:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group