• হোম > আন্তর্জাতিক > মহানবীকে কটূক্তি: বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২

মহানবীকে কটূক্তি: বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২

  • শনিবার, ১১ জুন ২০২২, ১০:৩১
  • ৪১০

 সংগ্রহীত

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করেছে পুলিশ। এ ঘটনায় ২ জন নিহত ও ১০ আহত হয়েছেন।

সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ জানান, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নেয়া দুই ব্যক্তি মারা গেছেন। এছাড়া আহত অন্য ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মুসলিম। এসময় তাদের প্রতিহত করতে পুলিশ গুলি চালালে অন্তত ২ জন নিহত এবং ১০ জনের বেশি গুরুতর আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি

পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এ ঘটনায় রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নূপুর শর্মা মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা নবীন কুমার জিন্দালও।

এরপরই শুরু হয় সমালোচনা আর বিক্ষোভ। চলছে সংঘর্ষও। বিভিন্ন রাজ্যে এরই মধ্যে নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ক্ষোভ পৌঁছেছে বিভিন্ন মুসলিম দেশে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন দেশ।

এ ইস্যুতে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় বিজেপির পক্ষ থেকে নূপুর ও নবীনকে ছয় বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদমাধ্যম এবং বিবিসি জানায়, সেসব দেশে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাও দিয়েছে মুসলমানরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119577 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:52:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group