• হোম > শিক্ষাঙ্গন > সন্তানদের একা ছেড়ে দিন : ঢাবি ভিসি

সন্তানদের একা ছেড়ে দিন : ঢাবি ভিসি

  • শনিবার, ১১ জুন ২০২২, ১১:৫৭
  • ৩৮৭

সংগ্রহীত

পরীক্ষার্থী ছাড়া অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, তাদের সবার বয়স এখন ১৮ বছর, তারা এখন দক্ষ, বুদ্ধিমান। তাদেরকে একা ছেড়ে দিন। সমাজ সংস্কৃতি দেশ মানুষের সঙ্গে তাদের নিজেদের মতো করে নানাভাবে পরিচয় ঘটুক। তাহলে ভালো গ্রাজুয়েট হিসেবে গড়ে উঠার শক্তি পাবে৷ ভিন্ন পরিবেশের সাথে পরিচিত হোক, নতুন বন্ধু তৈরি করুক এই মিথস্ক্রিয়ার প্রয়োজন রয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অভিভাবকদের অনুরোধ করব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের যথেষ্ট বয়স হয়েছে তাই দক্ষতা বৃদ্ধির জন্য নিজেদের মতো করে গড়ে উঠার সুযোগ দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার সমূহ পথ তৈরি হবে।

তিনি আরও বলেন, একটি পরিবর্তন আমাদের লাগবে। ভর্তি পরীক্ষার দিন যখন ব্যাপক জনসমাগম হয় তখন আমরা আহ্বান করি যেন যানবাহন, রিকশা, অন্যান্য গাড়ি কম প্রবেশ করে। পরীক্ষার্থীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা যেন কম ভিড় করেন। কারণ আমাদের সমন্বয়করা পরীক্ষা ব্যবস্থাপনায় সব সুযোগ সুবিধা রাখেন।

উল্লেখ্য, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন মোট এক লাখ ১৫ হাজার ৭১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৬৩ জন শিক্ষার্থী। আগামীকাল ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119593 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:05:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group