• হোম > জাতীয় > মহানবিকে কটূক্তি, চরমোনাইয়ের কঠোর হুঁশিয়ারি

মহানবিকে কটূক্তি, চরমোনাইয়ের কঠোর হুঁশিয়ারি

  • শনিবার, ১১ জুন ২০২২, ১২:০২
  • ৪০৭

 সংগ্রহীত

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন নেতার কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১০ জুন) মিছিল উত্তর সমাবেশে আওয়ামী লীগ সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাপাগল সরকারকে ভারতের প্রধানমন্ত্রী মোদিও রক্ষা করতে পারবে না। নবিকে নিয়ে কটূক্তি করার পরও এই সরকার ক্ষমতার নেশায় ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও আনছেন না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে ফয়জুল করীম বলেন, সংসদ চলছে, নিন্দা প্রস্তাব পাস করেন। ভারতের রাষ্ট্রদূতকে ডাকেন, তার কাছে জবাব চান। যদি এমনটা না হয় তাহলে আগামী ১৬ জুন ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেওয়া হবে।

তিনি বলেন, মনে রাখবেন মোদি সরকার আপনাদের ক্ষমতা টিকিয়ে বা রক্ষা করতে পারবে না। মোদি আপনাদের কামান, বুলেট, যুদ্ধ বিমান দিয়েও রক্ষা করতে পারবে না, কারণ জনগণ ক্ষেপলে কোনো কিছু দিয়েই ক্ষমতা টেকানো যাবে না। আজ বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে।

মুফতি চরমোনাই বলেন, বেঈমানরা তোমরা যদি আমার নবিকে আঙুল উচিয়ে চরিত্র হনন করো, তাহলে সেই আঙুল কেটে ফেলা হবে, যে চোখ রাঙিয়ে কথা বলেছো সেই চোখ উপড়ে ফেলা হবে, যে জিব দিয়ে কটূক্তি করেছো সেই জিব ছিঁড়ে ফেলা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119596 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:56:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group