• হোম > জাতীয় > র‍্যাঙ্কিংয়ের দিকে আমাদের কোনো অ্যাটেনশন নেই : ঢাবি উপাচার্য

র‍্যাঙ্কিংয়ের দিকে আমাদের কোনো অ্যাটেনশন নেই : ঢাবি উপাচার্য

  • শনিবার, ১১ জুন ২০২২, ১৩:৩৯
  • ৪৭৬

 সংগ্রহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘র‍্যাঙ্কিংয়ের দিকে আমাদের কোনো অ্যাটেনশন নেই। আমরা চাচ্ছি, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মৌলিক গবেষণার সম্প্রসারণ।’

ঢাবিতে আজ শনিবার ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সামাজিক বিজ্ঞান ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ড. মো. আখতারুজ্জামান।

এ সময় ঢাবি উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে র‍্যাঙ্কিংয়ের পূর্বশর্তের যে মৌলিক প্যারামিটারগুলো আছে, যেমন—গবেষণা, বিদেশি শিক্ষক, বিদেশি শিক্ষার্থী, শিক্ষার সামগ্রিক পরিবেশ এবং শিক্ষার্থীদের জীবনমান, এ প্যারামিটারগুলো এখন আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন।’

এসব প্যারামিটারগুলোর ব্যাপারে উপাচার্য বলেন, ‘এগুলোর আলোকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিযোগিতায় প্রত্যাশার জায়গাটা স্পষ্ট হবে।’

ঢাবি উপাচার্য বলেন, ‘যে প্যারামিটারগুলো অনুসরণ করে র‍্যাঙ্কিং করা হয়, সে প্যারামিটারগুলোর প্রতিফলন বা বাস্তবায়ন না ঘটিয়ে র‍্যাঙ্কিংয়ের প্রত্যাশা করাটা খুবই দুরূহ ব্যাপার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119610 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 04:29:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group