• হোম > বিনোদন > এবার বিরল রেকর্ডের অপেক্ষায় মিথিলা

এবার বিরল রেকর্ডের অপেক্ষায় মিথিলা

  • রবিবার, ১২ জুন ২০২২, ১১:০৯
  • ৪৫৮

সংগ্রহীত

এবারবিরল রেকর্ড গড়তে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার (১৭ জুন) প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি।

এদিন একসঙ্গে দেশে ও ভারতের পশ্চিমবঙ্গে আলাদা দুটি সিনেমা মুক্তি পাবে।

জানা যায়, বাংলাদেশের সিনেমা হলে মিথিলার অভিনীত ‘অমানুষ’ আর কলকাতার হলে ‘আয় খুকু আয়’ সিনেমা মুক্তি পাবে।

এ বিষয়ে মিথিলা জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান মিথিলা। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

এছাড়া কলকাতায় মিথিলার অভিনীত ‘আয় খুকু আয়’ সিনেমায় তার সহশিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে আরও অভিনয় করেছেন দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথসহ অনেকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119640 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 11:50:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group