• হোম > বিনোদন > যৌনকর্মীদের কারণে নারীরা এত নিরাপদ: মিথিলা

যৌনকর্মীদের কারণে নারীরা এত নিরাপদ: মিথিলা

  • রবিবার, ১২ জুন ২০২২, ১১:৪৯
  • ৪০৯

সংগ্রহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার নামি পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তিনি সেখানে থাকছেন। তবে দুই দেশেই সমানতালে কাজ করে যাচ্ছেন মিথিলা। এরই মধ্যে কলকাতার আলোচিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

সিরিজটিতে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধপল্লি নীল কুঠিতে! কাজ করতে গিয়ে যৌনপল্লিতে বসবাসের অভিজ্ঞতার কথা জানান মিথিলা। তিনি বলেন, ‘গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র। একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি, সমাজে প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদেরও অবদান আছে। ওরা (যৌনকর্মী) আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন।’

মিথিলা আরও বলেন, ‘মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখবে না? কেন তাদের কষ্ট বুঝবে না? আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না? সেসব বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে।’

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে বহ্নি চরিত্রে অভিনয়ের বিষয়ে সৃজিত মুখার্জি নিষেধ করেছিল কি না–এমন প্রশ্নে মিথিলা জানান, তার পেশাগত কোনো ব্যাপারে সৃজিত মাথা ঘামান না। কোন চরিত্রে অভিনয় করবেন না-করবেন, তা শুধু মিথিলাই ঠিক করেন।

সূত্র: আনন্দবাজার


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119648 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 02:30:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group