• হোম > জাতীয় > অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা: কাদের

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা: কাদের

  • রবিবার, ১২ জুন ২০২২, ১৫:১৯
  • ৫৩৭

 সংগৃহীত ছবি

গত কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা। এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১২ জুন) সকালে মোহাম্মদপুর থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের সেই আগুনেই পুড়তে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ কখনোই যায়নি। হেরে গিয়েও রাজপথে থাকে আওয়ামী লীগ। কখনও মাঠ ছাড়ে না।

ওবায়দুল কাদের বলেন, গত কয়েকদিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলো নাশকতা কিনা তার তদন্ত চলছে। নাশকতার কিছু কিছু তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119658 ,   Print Date & Time: Friday, 12 December 2025, 04:28:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group