• হোম > খেলা > অবসর ভেঙ্গে টেস্টে ফিরছেন মঈন

অবসর ভেঙ্গে টেস্টে ফিরছেন মঈন

  • সোমবার, ১৩ জুন ২০২২, ১১:০০
  • ৪৫৮

 ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন মঈন আলি। বছর ঘুরতে না ঘুরতেই আবার সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন তিনি। নতুন প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে আলোচনা করে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই অফ স্পিনিং অলরাউন্ডার।

রোববার ম্যাককালামের সঙ্গে দেখা করেন ৩৪ পেরুনো মঈন। এরপর ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ড যাওয়ার আগে বিসিবিকে মঈন জানান নিজের সিদ্ধান্তের কথা, ‘যদি বেজ ম্যাককালাম আমাকে চান, আমি অবশ্যই পাকিস্তানে খেলব (টেস্ট)।’

‘আজ সকালে ম্যাককালামের সঙ্গে কথা হয়েছে। আমরা এই শীতে পাকিস্তান ট্যুর নিয়ে আলাপ করেছি। দরজা সব সময় খোলা। হ্যাঁ আমি এখন আনুষ্ঠিকভাবে অবসর ভেঙ্গে ফিরছি।’

দায়িত্ব নিয়ে ইংল্যান্ড দলে আগ্রাসী মনোভাব ফেরানোর কথা বলেন সাবেক কিউই কাপ্তান ম্যাককালাম। টেস্ট দল থেকে বাদ পড়া জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকেও ফেরান তিনি। এবার লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মঈন।

চলতি বছর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। মঈনের সঙ্গে আছে পাকিস্তানের যোগ। তার শেকড় সেদেশেই। সেদিক থেকেও সফরটি নিয়ে রোমাঞ্চিত তিনি, ‘আমি পাকিস্তান সুপার লিগ খেলেছি কিছু বছর আগে। কিন্তু সেটা আর এটা এক নয়। ইংল্যান্ড দলের হয়ে সেখানে যাওয়া, যেখানে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে সেটা অসাধারণ। এটা ঐতিহাসিক সিরিজ হতে চলেছে কারণ অনেক বছর ইংল্যান্ড দল পাকিস্তানে যায় না।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119696 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 06:59:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group