• হোম > বিনোদন > জায়েদ ভালো ছেলে: ওমর সানীর বিপরীত বক্তব্য দিলেন মৌসুমী

জায়েদ ভালো ছেলে: ওমর সানীর বিপরীত বক্তব্য দিলেন মৌসুমী

  • সোমবার, ১৩ জুন ২০২২, ১৩:৪৯
  • ৪০৩

জায়েদ ভালো ছেলে: ওমর সানীর বিপরীত বক্তব্য দিলেন মৌসুমী
জায়েদ খানের বিরুদ্ধে সুখের সংসারে ভাঙার অভিযোগ এনে গতকাল রোববার (১৩ জুন) শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন ওমর সানী। রোববার সন্ধ্যায়-ই নিপুন আক্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, মৌসুমীর তরফ থেকে ওমর সানীর অভিযোগটা পান।

কিন্ত ২৪ ঘণ্টা না হতেই ওমর সানীর বিপরীত বক্তব্য দিলেন মৌসুমী। বললেন, আমার প্রসঙ্গটা অহেতুক টানা হয়েছে। জায়েদের সঙ্গে একজন শিল্পী যে সম্পর্ক, তা-ই আছে। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। আমাকে অসম্মান করার কোনও প্রশ্নই ওঠে না। সে অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।

বিরক্তের সুরে মৌসুমী আরও বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে, উত্যক্ত করছে! এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।

জায়েদ খানের তেমন দোষ নেই উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি না! আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে। সেটিই আমি আশা করি।

আর সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, সাংবাদিক ভাইয়েরা আসলে একটা নিউজ পেলে, যাচাই-বাছাই ছাড়াই দ্রুত প্রকাশের চেষ্টা করেন। এটা আসলে ঠিক না। আমার প্রসঙ্গটি তো আমিই পরিষ্কার করবো, নাকি? তিনি (সানী) আসলে একতরফা বলেছেন। কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা; জানাটা খুব বেশি জরুরি ছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119718 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:59:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group