• হোম > জাতীয় > চট্টগ্রামে আইসিটি আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে আইসিটি আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১৪:৫৮
  • ৪০০

নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত নামে এক আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই বিষয়ে মামলার বাদী এডভোকেট শাহরিয়ার ইয়াসির বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক চরম আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119776 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 07:06:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group